অরূপ পাল, ফেব্রুয়ারিঃ আগামীকাল শনিবার আই লিগের অ্যাওয়ে ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামছে মহমেডান স্পোটিং। আইলীগে সতেরো ম্যাচে কুড়ি পয়েন্ট সংগ্রহ করে মহমেডান স্পোটিংয়ের স্থান আপাতত নবম। শেষ ম্যাচে গত দু-বারের চ্যাম্পিয়ন গোকুলাম এফসির বিরুদ্ধে জয় পাওয়ার পর রিয়াল কাশ্মীরের বিরুদ্ধেও জয় পেতে মরিয়া সাদা কালো কোচ কিবু ভিকুনা। পরস্পর দু-ম্যাচ জয়ের জন্য মহমেডান স্পোটিং কোচ তাকিয়ে তিন বিদেশী কেন লুইস, আবিওলা দাউদা এবং মার্কোসের দিকে। শনিবাসরীয় দুপুরে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে সাদাকালো সমর্থকদের মুখে আদৌ হাঁসি ফোঁটাতে পারবে কিনা দল সেই দিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর