নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিবস উপলক্ষ্যে কলকাতার বেহালা অঞ্চলের শকুন্তলা পার্ক এলাকায় উন্মোচিত হলো তাঁর পূর্ণাবয়ব মূর্তি। ১২৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা পার্থ সরকারের উদ্যোগে নেতাজীর এই মূর্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই পার্থবাবুর ইচ্ছে ছিল এইরকম মূর্তি স্থাপন করা। সেই স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ প্রকাশ পেল তাঁর বক্তব্যে। তিনি আরো জানান, ভবিষ্যতে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও নজরুলের মূর্তি স্থাপন করার ইচ্ছে আছে তাঁর । ১২৮ নম্বর ওয়ার্ডের পুরপিতার এই উদ্যোগে খুশি সকলেই। আরেক পুরপিতা তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন পার্থ বাবুকে। একই সঙ্গে তিনি বলেছেন, এই মূর্তির দেখভাল করবে কলকাতা পুরসভা। দেবাশিস কুমার আরো বললেন, নেতাজি দেশের আদর্শ। তাঁর আদর্শ মেনে চললে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং-ও। তিনি বিজেপি তথা আরএসএস-এর তীব্র সমালোচনা করেন। আরএসএসের মতাদর্শ যে নেতাজির আদর্শের পরিপন্থী, সংবাদ মাধ্যমের সামনে সে কথাই তুলে ধরলেন তারক সিং।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর