ইভিএম নিউজ ব্যুরোঃ চলতি মাসের শুরুতেই চালু হবে নিউ গড়িয়া – এয়ারপোর্ট রুটের মেট্রো পরিষেবা নিউ গড়িয়া থেকে রুবি মোড় (হেমন্ত মুখার্জি) পর্যন্ত। আজই মিলবে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। আর ছাড়পত্র হাতে পেলেই চলতি মাসেই চলবে নিউ গড়িয়া – এয়ার পোর্ট রুটে এই পর্যায়ের মেট্রো পরিষেবা।
গত সেপ্টেম্বর মাসে হয়েছিল এই পর্যায়ের ট্রায়াল রান। যাত্রী শুরুর আগে সমস্থ বিষয়টি খতিয়ে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটির অফিসার শুভময় মিত্র। রেল সূত্রে খবর, প্রথম ধাপে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মোট ৫ টি স্টেশনে পরিষেবাটি চালু হবে। এখনও পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করা হয়নি বলে রেল সূত্রের খবর । বর্তমানে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট চালু রয়েছে। এরপর নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হলে, দুটি মেট্রো রুট সংযোগ হবে নিউ গড়িয়ায়। ফলে নিউ গড়িয়ায় তৈরি হবে প্রথম রাজ্যে মেট্রোর জংশন স্টেশন।
অন্যদিকে, ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি বলে জানা যাচ্ছে।পাশাপাশি বউবাজারের মেট্রোর কাজের জেরে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই এলাকা। একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে। তার জেরেই বউবাজারে ৯ মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়। সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর