হৃদয়ে চে গেভারা। এই বার্তা নিয়েই শহর কলকাতায় সারাদিন চষে বেড়ালেন চে-কন্যা আলেঈদা গেভারা এবং তাঁর নাতনি এস্তেফানিয়া মাচিন গেভারা। চন্দননগরের পরিবর্তে উত্তরপাড়ায় গণসংবর্ধনা চে-তনয়া ও চে-নাতনিকে। বিশ্ব শান্তি ও সংহতি সংস্থা এবং বাম গণ-সংগঠনের পরিচালনায় শনিবার উত্তরপাড়ায় আসেন চে-র চিকিৎসক কন্যা ও তাঁর মেয়ে। উত্তরপাড়ার গণভবনে তাঁদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তাঁদের এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রথমে চন্দননগরে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। উদ্যোক্তারা জানান, চন্দননগরে অনুষ্ঠানের অনুমতি না মেলায় তার পরিবর্তে উত্তরপাড়ায় অনুষ্ঠান হবে বলে ঠিক করা হয়েছে। চন্দননগরের রবীন্দ্রভবনে এই অনুষ্ঠানকে “রাজনৈতিক” তকমা দিয়ে অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়। এরপরে মানকুন্ডু সার্কাস মাঠে অনুষ্ঠানের অনুমতি চাওয়া হলেও সেখানেও অনুমতি দেওয়া হয়নি। কফি হাউসেও তাঁদের সংবর্ধনা জানানো হয়।
