দলছুট

ব্যুরো নিউজ, ২ জানুয়ারি: চিড়িয়াখানায় দলছুট বহু শিশু

১ লা জানুয়ারি ২০২৪ -এর  শুরুর দিনে ভিড়ের দাপটে কলকাতার চিড়িয়াখানায় ঘুরতে আসা বহু পরিবারের থেকেই দলছুট হয়ে গেল বেশ কয়েক শিশু। আর এর ফলেই ভির সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা কাজও বেড়ে গেল চিড়িয়াখানায় কর্তৃপক্ষের। দুপুর ৩ তে নাগাদ সেই সমস্ত শিশুকে চিড়িয়াখানার গেটের পাশে, অফিসের সামনে রেখে তানা মাইকে প্রচার করা হল, যাতে ওই শিশুদের পরিবারের লোকজন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারে তাদের হারিয়ে  যাওয়া শিশুদের। একে নতুন বছর, তাতে আবার জানুয়ারির প্রথম দিন প্রায় ৭০ হাজার মানুষের দিনভর সমাগম ছিল চিড়িয়াখানায়। স্কুল খলার আগে বাচ্চাদের আনন্দ দিতেই তাদের চিড়িয়াখানায় নিয়ে আসা। অথচ দিনের শেষে দলছুট ওই বাচ্চাদের চোখেমুখে ছিল ভয় ও উদ্বেগের ছাপ। অনেকেই আত্মীয়ের কাছে যেতে কান্নাকাটি করছিল।

সম্পত্তি বাড়ল তেজস্বী ও নীতীশের

তবে, লাগাতার চেষ্টা করে প্রায় ৩০ টিরও বেশি দলছুট শিশুকে উদ্ধার করে তুলে দেওয়া গেছে তাদের পরিবারের কাছে। তবে পরিবারের  ভাগ্যে জুটেছিল পুলিশের ধমক। অনবরত চিড়িয়াখানার গেটে শিশুদের ও তাদের অভিভাবকদের নাম করে চলছিল মাইকে ঘোষণা। আবার দেখা গেছে উল্টো ছবিও। হারিয়ে যাওয়া সন্তানের জন্য চিড়িয়াখানার মধ্যেই হাউমাউ করে কাঁদছেন বাবা-মা ও আত্মীয়রা।  সবচেয়ে ভিড় হয়েছিল বাঘের খাঁচার সামনে। সেখানেই দক্ষিনরায়ের কাণ্ড- কারখানা দেখতে বাচ্চাদের সঙ্গে এতোই মশগুল ছিল বাবা- মায়েরা যে, কখন তারা বাচ্চাদের হাত ছেড়ে দিয়েছে তা তারা নিজেরাই বুঝতে পারেনি। এদের মধ্যে বাশদ্রোনির বাচ্চা ছেলে শাহিন যাদব আর হাওড়ার সাকরাইলের দেবজিৎ অধিকারী, শ্রীরামপুরের সেখ শামিউল করিম, কসবার হালতু এলাকার  বছর আটের একটি মেয়ে সবাই শেষপর্যন্ত মায়েদের কোলে।  কিন্তু পুলিশ তাদের সতর্ক করে দিয়েছে যে পাচারকারীদেড় হাতে পড়লে শিশুদের কিন্তু ফেরৎ পাওয়া যাবে না। কিন্তু, বাঙালিকে আটকায় কে? সেখান থেকে বেড়িয়ে আবার রওনা দিয়েছে পাশে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। কিন্তু সেখানেও বিপুল ভিড়। তবে মা-বাবার সম্বিদ ফিরলে হয়! ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর