রাজ্য সরকারের ওপর চাপ বাড়াল কলকাতা হাইকোর্ট। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য টাকার হিসাব দিতে পারছেনা বলে বহু দিন ধরে অভিযোগ উঠছে। এবার অভিযোগের আঁচ পৌঁছে গেলো আদালতের দোরগোড়া পর্যন্ত। কেন্দ্রের অর্থ নয়ছয় করছে রাজ।, এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হইকোর্টে। মামলাটি করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। মামলাকারীর অভিযোগ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ,শিক্ষা দফতর ও পঞ্চায়েত দফতরে কেন্দ্রের তরফ থেকে আসা অর্থ কোনখাতে খরচ করা হয়েছে তার কোনো নথি নেই এবং এই দফতর গুলিতে বিপুল অর্থ তছরুপ হয়েছে। কেন্দ্র থেকে আসা ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার যে কোনো হিসাব নেই তা CAG ( কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া ) রিপোর্টে প্রকাশিত ,তার ওপর ভিত্তি করেই এই মামলা করেন তিনি। এই মামলায় বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ CAG ও রাজ্যের অর্থসচিবকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই আবাস যোজনা সহ একাদিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল আসছে জেলায় জেলায়। তার ওপর পঞ্চায়েত নির্বাচন একেবারে দোরগোড়ায়। সেই জায়গা থেকে এই মামলা খুবই তাৎপযপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।