সোমবার হাই কোর্টের  বিচারপতি  রাজাশেখর   মান্থার এজলাসে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ  এক  নজিরবিহীন  ঘটনা  ঘটিয়েছিলেন । তাঁরা বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁর এজলাসও বয়কট করেছিলেন । অবস্থা এমনই দাঁড়ায় যে বিক্ষোভকারীদের  সতর্ক করতে রীতিমতো রুল জারি করতে বাধ্য হন বিচারপতি মান্থা ।  এরপর বুধবার আইনজীবীদের পক্ষে রাজাশেখর মান্থার এজলাস বয়কট তুলে নেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশন সম্পাদক জানান , ‘এজলাসের সামনে আর এমনকিছু ঘটবেনা ‘ । চাপের মুখে এভাবেই পিছু  হাঁটেন আন্দোলনকারী ওই আইনজীবীরা । রাজাশেখর মান্থার অনুরোধ ,’ আদালতের সম্মান নষ্ট করবেন না ‘। অন্যদিকে একটি বই প্রকাশ অনুষ্ঠানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায় প্রশ্ন তোলেন ,’  এতো সাহস  কোন দুর্বৃত্তদের হচ্ছে’।এছাড়াও তিনি বলেন,পশ্চিমবঙ্গের বিচারব্যবস্থাকে সন্ত্রাসের কবলে আনার চেষ্টা হচ্ছে ।‘ অন্যদিকে রাজাশেখর মান্থার এজলাসের ঘটনায় উৎবেগ প্রকাশ করেছেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস।  এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রসচিব  এবং নগরপালকে ডেকে কড়া  বার্তা দেন তিনি । রাজ্যপাল বলেন , ‘এইধরণের ঘটনায় একেবারে অনভিপ্রেত। ভবিৎষতে এমন ঘটনা যেন আর না ঘটে ।‘

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর