তৈরি

ব্যুরো নিউজ, ২৩ ডিসেম্বর: চন্ডিপুরে ভুল রাস্তা তৈরির প্রতিবাদে গ্রামবাসীদের ক্ষোভ 

 

পথশ্রী প্রকল্পের আওতায় থাকা চন্ডিপুর ব্লকের অন্তর্গত কুলবাড়ি ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলনী মোড় থেকে বাঁশগোড়া পর্যন্ত জেলা পরিষদের বরাদ্দ ঢালাই রাস্তা। যার দৈর্ঘ্য ২.৫৭ কিলোমিটার।

তৃনমূল সংখ্যালঘু সেলের সভা

সেই রাস্তার ঢালাই যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে শুরু না হওয়ায়, এলাকার জনতা ক্ষোভে ফেটে পরেন। তাঁদের অভিযোগ, ফুলনী মোড় থেকে বাঁশগোড়া কালভার্ট পর্যন্ত রাস্তাটি আগে পিচ রাস্তা হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটি ঢালাই রাস্তা হচ্ছে। এই রাস্তা তৈরির কাজ মাঝখান থেকে শুরু করা হয়েছে।

 

জনসাধারণ চাইছে রাস্তাটা মাঝখান থেকে না শুরু হয়ে একেবারে ফুলনী মোড় থেকে শুরু হোক। গতকাল জেলা সভাধিপতি ও তৃণমূলের ব্লক সভাপতি এসে রাস্তাটি উদ্বোধন করেছেন। রাস্তাটির নির্মাণ কাজ প্রথম থেকে না শুরু হয়ে ফুলনী মোড় ও বাঁশগোড়ার মাঝখান থেকে শুরু হয়েছে। তাই সবাই চাইছে বাঁশগোড়ার পাকার পুল থেকে রাস্তা তৈরির কাজ শুরু করা হোক। গ্রামের মানুষের দাবি তাঁরা কাজ আটকাতে চান না।

 

তবে কাজ যাতে সুষ্ঠু ভাবে হয় তাঁর জন্য যেমন ভাবে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো, তেমন ভাবেই যেন রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর