চটকল

ব্যুরো নিউজ, ২৮ ডিসেম্বর: চটকল বন্ধ জগদ্দলে 

জগদ্দলের বিধায়ক ও ব্যারাকপুরের সাংসদের নিজেদের কোন্দলের মধ্যেই বন্ধ হয়ে গেলো জগদ্দলের একটি জুট মিল। শ্রমিক- মালিক জগদ্দলে অ্যাংলো ইন্ডিয়া জুট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রির দরজায় তালা পরার সঙ্গে সঙ্গে আপাতত কাজ হারালেন ওই চটকলের প্রায় ৩ হাজার শ্রমিক কর্মচারী। চটকলের শ্রমিকদের একটি বড় অংশের অভিযোগ মিল মালিক নির্দিষ্ট সময়ের ডিউটির পরেও আরও বেশি উৎপাদন করিয়ে নিচ্ছিলেন। কিন্তু তাঁর জন্য কোন বাড়তি টাকা তাঁরা পাননি। আর প্রতিবাদ করলেই হাতে ধরানো হচ্ছিলো বরখাস্তের চিঠি। বুধবার আচমকা উৎপাদন বন্ধ হওয়ার খবর ছরিয়ে পরতেই ক্ষোভে ফেটে পরেন ওই চটকলের শ্রমিক- কর্মচারী ও স্থানীয় মানুষেরা।

বড় জয় মোদী সরকারের! ৮ প্রাক্তন নৌসেনার ফাঁসি রদ করল কাতার কোর্ট

আবার শ্রমিকদের আরও বক্তব্য অতি নিম্নমানের কাঁচামাল দিয়েই ওই চটের ব্যাগ উৎপাদন করা হচ্ছিলো। প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজন ও এলাকাবাসীরা পথে নামেন। এ ছাড়াও আগের বকেয়া টাকাও শ্রমিকদের দিচ্ছিলেন না মিল মালিক। কবে এই সমস্যার সমাধান হয় সেই দিকেই তাকিয়ে আছেন শ্রমিকেরা। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে দরবার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর