ইভিএম নিউজ ব্যুরো, ১৫ জুলাইঃ(Latest News) বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে, এদিকে প্রবল বর্ষণে জেরবার উত্তরবঙ্গ।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছ, উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টি কমার সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় মেঘলা আকাশ, দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভানা রয়েছে।কিন্তু ভারী বৃষ্টি এখনই নয়। এবং তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।শনিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিনে কলকাতার আকাশ আংশিক মেঘলা। কিন্তু, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

মৌসম ভবন সূত্রে খবর, গয়া, শ্রীনিকেতন থেকে মিজোরামের দিকে চলে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। ১৬ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তা ঘণীভূত হলে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের একটা বড় সম্ভাবনা রয়েছে।

অন্যদিক, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে। তবে আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকতে পারে।পাশাপাশি উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এছাড়াও অন্যান্য জেলা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর