ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ গুগল ট্রান্সলেটের ওয়েব ভার্সনে এবার ইমেজে ব্যবহৃত টেক্সটকেও অনুবাদ করতে পারবেন গুগল ইউজাররা। মোট ১৩০ টি ভাষায় অনুবাদ করার সুযোগ করে দিচ্ছে গুগল। এতদিন ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশেই ব্যাপক জনপ্রিয় এই গুগল ট্রান্সলেট টুল। সেকেন্ডেই আপনি আপনার পরিচিত কোনও শব্দ বা বাক্যকে যে কোনও ভাষায় অনুবাদ করে দেয় এই গুগল ট্রান্সলেট । তবে ছবির ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন গুগল ইউজাররা। এবার সেই সমস্যার সমাধান করবে টেক্সট ইন ইমেজ ট্রান্সলেশন পদ্ধতি। এছাড়াও এআই দুনিয়াতে প্রবেশ করেছে গুগল। শুধু সার্চ নয়, বরং বিভিন্ন অ্যাপের সাহায্যেই ইউজার পর্যন্ত পৌঁছে যায় গুগল।
যেনে নেওয়া যাক কিভাবে এই ট্রান্সলেটে ইমেজ ফাইল ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা?
- প্রথমে ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইটে খুলতে হবে আপনাকে।
- এরপর বাঁ দিকে ইমেজ ট্যাবে ক্লিক করুন।
- সেটা ব্রাউজ করে খুঁজে আনতে হবে ।
- কম্পিউটার থেকে jpg, jpeg, বা Png ছবি ট্রান্সলেশনের জন্য আপলোড করতে হবে।
- এরপর অরিজিনাল ও ট্রান্সলেট করা ইমেজগুলি নিজের স্ক্রিনে দেখতে পারবেন গ্রাহকেরা।