ইভিএম নিউজ ব্যুরো, ১৬ ফ্রেব্রুয়ারিঃ বিশ্বে অনেক রকমেরই তো চাকরির কথা শুনেছেন। কিন্তু গাঁজা খাওয়ার চাকরি… আবার মাইনে তাতে বছরে ৮৮ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা! শুনে অনেকটা গাঁজাখুরি গল্প বলেই মনে হচ্ছে তো আপনাদের? আজ্ঞে এক্কেবারেই না। আর চাকরিটির কথা জানিয়েছেন জার্মানির একটি সংস্থার সিইও। তিনি এক ট্যাবলয়েডকে জানান, তাঁদের অধীনে যারা গাঁজা চাষ করে, আর সেই উৎপাদিত গাঁজার গুনগত মান খেয়াল রাখতেই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি। আর সেই চাকরির বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ক্যানাবিস সোমেলিয়া হিসাবে কাজ করতে হবে জার্মানির ওই সংস্থায় । ওই সংস্থা চাইছে একজন ক্যানাবিস টেস্টার। অর্থাৎ, যেই ব্যক্তি ওই পদে নিযুক্ত হবেন তিনি গাঁজাও খাবেন আর গাঁজার গুনগত মানও বিচার করবেন। আর কাজটি ঠিক মতো করতে পাড়লেই মিলবে লক্ষ লক্ষ টাকা। অর্থাৎ যারা গাঁজার একটা টানে পান স্বর্গসুখ। তাদের কাছে হাতে চাঁদ পাওয়ার থেকে বড় কিছু নয়।
কিছুমাস আগেই জার্মানির ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থা ক্যানাবিস সোমেলিয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলেন। যেখানে ওই সংস্থারই সিইও জানান, যে সংস্থার অধীনে গাঁজা চাষ করা হয়। সেইসকল গাঁজার গুনগত মান খেয়াল রাখতেই এই বিজ্ঞপ্তি। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল, ম্যাসিডোনিয়া, ডেনমার্ক থেকে গাঁজাগুলি জার্মানিতে আসবে সেগুলির গুণগত মানের দিকে নজর রাখার কথাও বলা হয়েছে। পাশপাশি চাকরির জন্য থাকতে হবে গাঁজা খাওয়ার লাইসেন্স।