২০২৩- এর শেষ পর্বে গঙ্গাসাগর মেলা। শেষমুহূর্তে একেবারে অন্যরূপে দেখা গেল রাজ্যের নেতা মন্ত্রীদের। মেলাতে সকলে নিলেন এক অন্য ভূমিকা । একেবারে ঝাঁটা বালতি হাতে দেখা গেল তাঁদের সকলকেই । সোমবার গঙ্গাসাগরে উপস্থিত ছিলেন রাজ্যের এক ঝাঁক মন্ত্রী। ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুজিত বসু, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা প্রমুখ। ”নিট অ্যান্ড ক্লিন ‘ অভিযানে নেমে শোভনদেব বলেন, এটি একটি পবিত্র স্থান, ঐতিহ্যপূর্ণ মেলা। মেলায় হাজার হাজার মানুষের সমাবেশ। তাই এই কাজে থাকতে পেরে তিনি আনন্দিত। মেলার প্রথম দিন থেকেই খুঁটিনাটি সমস্ত বিষয়ে নজর রেখেছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা।মেলাটিকে কিভাবে ত্রুটিহীন করা যায় সেটাই ছিল মূল উদ্দেশ্য তাঁদের । ফলে দায়িত্বটিতে সফল হয়েছেন তাঁরা। এমনটাই জানালেন উপস্থিত মন্ত্রীরা। সবটাই নিজেদের দায়িত্ব মনে করে মেলার শেষ দিনে নেমে পড়লেন মেলা প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচিতে।
