ফের আসরে চন্দন মণ্ডল ওরফে ‘সৎ রঞ্জন’। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এবং সিবিআইয়ের প্রাক্তন শীর্ষস্থানীয় আধিকারিক উপেন বিশ্বাস এই চরিত্রটিকে সামনে এনেছিলেন। উপেন বিশ্বাসের অভিযোগের ভিত্তিতেই সিবিআই তলব করেছিল এই চন্দন মণ্ডলকে। কিন্তু এবার খেলা ঘুরিয়ে দিয়ে সেই উপেন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন চন্দন। চাকরি দুর্নীতিতে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারের দিনেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে তলব করা হয়েছিল। নিজাম প্যালেসে ঢোকার মুখে বাগদার চন্দন মণ্ডল বলেন, ‘কাউকে চাকরি দিইনি। আমাকে ফাঁসানো হয়েছে। নির্বাচনে উপেন বিশ্বাসের হয়ে কাজ না করার জন্যই তিনি এইভাবে আমাকে ফাঁসিয়েছেন।’ ২০২১ সালে ২১ এপ্রিল প্রথম বাগদার চন্দন মণ্ডলের নাম সামনে আসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে। উপেন বিশ্বাস তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেন, ‘প্রাইমারি-আপার প্রাইমারিতে চাকরি বিক্রি করেছিলেন রঞ্জন। তবে চাকরি দিতে না পারলে রঞ্জন টাকা ফেরত দিয়ে দেয়।’ এই জন্যই উপেন বিশ্বাস তদন্তের স্বার্থে তাঁর নাম বদলে ‘সৎ রঞ্জন’ বলেছিলেন। এরপরেই খোঁজ শুরু হয় ‘সৎ রঞ্জনের।’ উপেন বিশ্বাসের কথা অনুযায়ী সাদা খাতায় চাকরি দেওয়ার ব্যবস্থা করতেন ‘সৎ রঞ্জন’। তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিতেন ওই ব্যক্তি।  আর সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালী ওপরমহলে। এমনটাই জানিয়েছিলেন উপেন বিশ্বাস। তবে এবার ‘সৎ রঞ্জন’ তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিকমহল। কারণ, তিনি কিছু জানেন না বলে মন্তব্য করে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তাহলে কী প্রভাবশালী মহলের চাপেই ‘সৎ রঞ্জনের’ এমন মনোভাব? উত্তর দেবে ভবিষ্যৎ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর