অরূপ পাল, ২৪ ফেব্রুয়ারিঃ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আই এস এল টুর্নামেন্টে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিপক্ষ এটিকে মোহনবাগান। উনিশ ম্যাচে উনিশ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল রয়েছে দশম স্থানে। তাই শেষ ম্যাচে মোহনবাগান কে হারিয়ে লিগ টেবলের ওপরের দিকে ওঠাই টার্গেট লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের। আগের ম্যাচে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বাই এফ সি কে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্লিইটন সিলভারা। শেষ সাতটি বড় ম্যাচে মোহনবাগানের কাছে হার ভুলতে মরিয়া লাল হলুদ ফুটবলাররা। মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্ট সংগ্রহ করতে স্টিফেনের বড় ভরসা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লিইটন সিলভা।

চলতি মরসুমে ইস্টবেঙ্গলের সেরা পারফর্মার। উনিশ ম্যাচে তিনি বারোটি গোল গোল করে সবোর্চ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রয়েছেন। এছাড়া রয়েছেন মোবাসির রহমান, অ্যালেক্স লিমা, মহেশ সিং এবং জ্যাক জার্ভিস। সব মিলিয়ে ফিরতি পর্বের ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে লাল হলুদ শিবির। বড় ম্যাচে জয় পেলে আই এস এল টুর্নামেন্টের সব ব্যর্থতা ভুলে যাবে লাল হলুদ সমর্থকরা। তাই জয় ছাড়া অন্য কোন ভাবনা নেই স্টিফেনের। আগের সাত টি ম্যাচ ভুলে অষ্টম বড় ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগান কে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। দুই প্রধানের লড়াইয়ে শেষে শহরের রঙ লাল হলুদ হয় কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে শনিবার রাত পর্যন্ত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর