ওড়িশার জঙ্গল থেকে উদ্ধার হল মহিলা ক্রিকেটারের মৃতদেহ। মৃতের নাম রাজশ্রী সোরেন। বয়স ২৬ বছর। পুলিশ সূত্রে খরব , উঠতি ওই ক্রিকেটারকে শেষবারের মতো পুরীতে দেখা গিয়েছিল। নিখোঁজ ক্রিকেটারকে পাওয়া যায় ওড়িশার আধাগড়ের গুরুদিঝাটিয়া জঙ্গলে । জঙ্গলে পড়ে থাকা তাঁর স্কুটারটি সন্ধান পায় পুলিশ। ঠিক কি কারণে তাঁর মৃত্যু এবং কেনই বা তিনি জঙ্গলে গিয়েছিলেন এ নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
