অরূপ পাল,কলকাতাঃ এইজন্যই বোধহয় বলে, প্রতিভাবানের বোঝা ভগবান বয়। সত্যিই তো! ক্রিকেট দেবতা না থাকলে কি এভাবে সচিন তেন্ডুলকর-বিনোদ কাম্বলি জুটির বিশ্বরেকর্ডটা কেউ বাঁচাতে পারতো?
না, হেঁয়ালি নয়। সাড়ে তিনদশক আগে অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের স্কুলক্রিকেটে গড়া সচিন-কাম্বলি জুটির সেই ৬৬৪ রানের বিশ্বরেকর্ডটা বুধবার কোনওমতে রক্ষা পেল। তবে সেই ম্যাচেরই আরেক বিশ্বরেকর্ড খানখান করে ভেঙে দিল, কলকাতারই ১১ জন স্কুলপড়ুয়া।

সিএপি আয়োজিত অনূর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বুধবার বিশ্ব রেকর্ড গড়লো, কলকাতার নবনালন্দা স্কুল। কলকাতারই আরেক প্রতিদ্বন্দ্বী স্কুল এইচডি নেপালি বিদ্যালয়কে হারিয়ে নতুন এই বিশ্বরেকর্ড গড়ার পথে, নবনালন্দার খুদে ব্যাটসম্যানরা করল, ১০৬৭ রান। ১৯৮৮-র সেই সচিন-কাম্বলি সমৃদ্ধ মুম্বাইয়ের সারদাশ্রম বিদ্যাপীঠের আগের রেকর্ড ছিল ৯৭৪ রান। তাই দুই কিংবদন্তি ব্যাটসম্যানের এযাবৎকালের রেকর্ড রক্ষা পেলেও, নবনালন্দার পড়ুয়াদের গুঁড়িয়ে গেল, সর্বোচ্চ রানের সেই রেকর্ড।

প্রসঙ্গত, সিএবি-র পরিচালনায় এই আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে এবছর ৫২ টি স্কুল অংশগ্রহণ করেছে। আর বুধবার প্রথম ম্যাচেই রানের এই মহোৎসব লাগিয়ে, গোটা টুর্নামেন্টকেই রীতিমতো আকর্ষণীয় করে তুলল, কলকাতার নবনালন্দা স্কুল।
এদিন ইডেনে মেয়র্স কাপ নামাঙ্কিত এই অনূর্ধ্ব-১৫ আন্তঃস্কুল ক্রিকেটের উদ্বোধন করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার। মোট ৫২ টি স্কুলের মোট একহাজার ক্রিকেটারকে এবার খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর