ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: কোচের প্রত্যাবর্তনে ম্যাচ জয় কেরালা ব্লাস্টার্সের!
আইএসএলে (ISL) ওডিশা এফসিকে (Odisha FC) ২-১ গোলে হারিয়েছে কেরালা ব্লাস্টার্স। শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সের্গিও লোবেরার ওড়িশার মুখোমুখি হয় কেরালা। সেখানেই ২-১ গোলে ওডিশাকে হারাল কেরালা।
কেরালার এর্নাকুলামে পর পর বিস্ফোরণ! নেপথ্যে কি জঙ্গি যোগ?
কেরালা ব্লাস্টার্সের হয়ে গল ২ টি করেন দিমিত্রি ডায়মান্তাকস ও আদ্রিয়ান লুনা। ওডিশার হয়ে গোলটি করেন দিয়েগো মৌরিসিও। আর এই ম্যাচেই ১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ওড়িশার বিরুদ্ধে ফিরেছিলেন কেরালা ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানভিচ। কোচের প্রত্যাবর্তনে ম্যাচ জয় কেরালা ব্লাস্টার্সের।
তবে প্রথম গোলটি করে ওডিশা। ওড়িশাকে ১ গলে এগিয়ে দেন দিয়েগো মৌরিসিও। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে ওডিশা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য চেষ্টা চালাতে থাকে কেরালা। খেলার ৬২ মিনিটে প্রানে বল পায় কেরালা ব্লাস্টার্স। সমতাসূচক গোলটি করেন ডায়ামান্টাকোস। দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিট চলে ম্যাচ জেতার হাড্ডাহাড্ডি লড়াই। খেলার ৮৩ মিনিটে্মাথায় কেরালার হয়ে অনবদ্য গোল করেন আদ্রিয়ান লুনা। এই জয়ে মোহনবাগানকে টপকে ২ নম্বরে উঠে আসে কেরালা। ৫ ম্যাচে তাঁদের ১০ পয়েন্ট। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একনম্বরে রয়েছে এফসি গোয়া। ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে তিন নম্বরে রয়েছে মোহনবাগান। ইভিএম নিউজ