সনৎ বর্মন , ২০ এপ্রিলঃ( Latest News) কোচবিহারে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির। শুক্রবার মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির সম্পন্ন হবে দুটি পর্বে।
শিবিরের প্রথম পর্বে অংশ নেন প্রায় ৪০০ জন মহিলা। এখনো পর্যন্ত এই প্রশিক্ষণ শিবিরে যারাই অংশ নিয়েছে, তাদের প্রত্যেককেই জেলা পুলিশের পক্ষ থেকে শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় কুমার (এডিজি নর্থ বেঙ্গল) , সুমিত কুমার ( কোচবিহার জেলা পুলিশ সুপার ), পবন কাদিয়ান ( জেলাশাসক কোচবিহার ), রবীন্দ্রনাথ ঘোষ ( প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী) , পার্থপ্রতিম রায় ( উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান ) প্রমুখ।