ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: কেরালার এর্নাকুলামে পর পর বিস্ফোরণ! নেপথ্যে কি জঙ্গি যোগ?প্রার্থনা চলাকালীন কেরালার এর্নাকুলামে পর পর বিস্ফোরণ। ঘটনায় মৃত ১ মহিলা, এখনও পর্যন্ত জানা যাচ্ছে জখম প্রায় ৩৬ জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ED দফতরে জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শনী
রবিবার সকালে কেরলের এর্নাকুলামের কালামাসেরিতে একটি কনভেনশন সেন্টারে পর পর বিস্ফোরণ ঘটে।কনভেনশন সেন্টারে সেই সময় অনুষ্ঠান চলছিল। সেই সময় কনভেনশন সেন্টারে প্রায় ২০০০ জন উপস্থিত ছিলেন।
কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াড। বিস্ফোরণে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কেরল পুলিশ জানায়, এই বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। টিফিন বাক্সের মধ্যে বিস্ফোরক রাখা হয়ে ছিল বলে জানা যাচ্ছে। বিস্ফোরণে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ইজরায়েল-হামাসের যুদ্ধের যোগও থাকতে পারে এই বিস্ফোরণের সঙ্গে, এমনটাই অনুমান করা হচ্ছে।
গতকালই কেরালায় প্যালেস্তাইনপন্থী মিছিল জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন হামাস নেতা খালেদ মাসাল। হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা এই খালেদ। এই জনসভা নিয়ে গতকাল থেকেই তীব্র বিতর্ক শুরু হয়েছিল।
আর এই ঘটনার পরেই আজ সকাল ৯ টা নাগাদ বিস্ফোরণ। একবার নয় পর পর ৩ বার বিস্ফোরণে কেঁপে ওঠে কেরালার এর্নাকুলাম। তবে এই ঘটনার পেছনে রয়েছে কি জঙ্গি যোগ? ইভিএম নিউজ
