ব্যুরো নিউজ, ৬ নভেম্বর: কেজরিওয়ালের মতো মমতাকেও জিজ্ঞাসাবাদের দাবি অগ্নিমিত্রার
রাজ্যের দুর্নীতি ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, ‘কেজরিওয়ালের মতো মমতারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।’
একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী সব জানেন। উনি যদি খাদ্যমন্ত্রীর সুগার ও অন্যান্য শারীরিক সমস্যার কথা জানতে পারেন তবে তিনি এটাও জানেন যে, খাদ্যমন্ত্রী কি কি দুর্নীতি করেছেন।
খালি পায়ে রামলালার মূর্তি নিয়ে এসে গর্ভগৃহে স্থাপন করবেন মোদী
এদিন অগ্নিমিত্রা মুখ্যমন্ত্রীর শাড়ি ও জুতো প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘সাদা শাড়ি ও হাওয়াই চপল্লের পেছনে এতো দুর্নীতি?’
এদিন অগ্নিমিত্রা মুখ্যমন্ত্রীর দিকে একাধিক প্রশ্নবাণ ছুঁড়ে দেন। বলেন, ‘আপনার শিক্ষামন্ত্রী যে ছেলে মেয়েদের চাকরি চুরি করছেন এটা আপনি জানতেন না? খাদ্যমন্ত্রীর সুগার ও অন্যান্য শারীরিক সমস্যার কথা জানতেন, আর উনি যে চুরি করছেন সেটা জানতেন না? আপনি সব জানতেন। আপনি বাংলার গরিব মানুষের মুখের গ্রাস চুরি করেছেন।’
আপনার এই পাপের ক্ষমা নেই, আপনাকে শাস্তি পেতেই হবে। জ্যোতিপ্রিয়র আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক। যদি অরবিন্দ কেজরিয়ালকে জিজ্ঞাসাবাদ করা যায়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা যায়। ইভিএম নিউজ