এবার ইডি পৌঁছল যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে। নিয়োগ দুর্নীতি তদন্ত, বেসরকারি বিএড কলেজের অ্যাডমিশন করিয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা নেওয়ার কথা জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ইতিমধ্যেই কুন্তল ঘোষকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব করা হয়েছিল। এবার শুক্রবার সাত সকালেই নিউটাউনে উজ্জ্বলা আবাসনে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুটি দল। তাঁর জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। যদিও কুন্তল বারবারই টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। কুন্তলের বিলাসবহুল ফ্ল্যাট বলেই জানা গিয়েছে। কুন্তলের বিরুদ্ধে মূল অভিযোগ টাকা নিয়ে চাকরি দেওয়া। আর এই কথা বারবারই জানিয়েছিলেন তাপস মণ্ডল। শুধুমাত্র টেট পরীক্ষার্থীদের কাছ থেকেই ৫ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। তবে কুন্তলকে এর আগে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কুন্তল জানান, তাপস মণ্ডল নিজেই একজন অভিযুক্ত। সুতরাং তাঁর কথার কোনও গুরুত্ব নেই। যদিও তাপসের সঙ্গে তাঁর অনেকদিনের সম্পর্কের কথাও বলেছিলেন। নির্দিষ্ট কোনও কারণে তাপস মণ্ডল কী কুন্তলকে কাঠগড়ায় তুলছেন? এই প্রসঙ্গে কুন্তল বলেন এই বিষয়টি তাঁর জানা নেই। কিন্তু শুক্রবারে ইডির হানা ঘটনাক্রমকে অন্যমাত্রা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কুন্তল ঘোষ মোট সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন বলে তাপস মণ্ডল একাধিকবার সাংবাদিকদের জানান। সবমিলিয়ে ইডি-সিবিআইয়ের সাঁড়াশি তদন্তের মুখে কুন্তল।