ব্যুরো নিউজ, ৩০ আগস্ট: কিংস কাপ খেলতে ভারতীয় দল গঠন। আগামী ৭ই সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হতে চলেছে কিংস কাপ। এবার ২৩ সদস্যকে নিয়ে দল গঠন করলো ভারতীয় ফুটবল ফেডারেশন।

রুদ্ধশ্বাস জয় ইস্টবেঙ্গলের

ইতিমধ্যেই ম্যাচ জিততে প্রস্তুতি তুঙ্গে। তারই মাঝে মঙ্গলবার দলের সদস্যদের নাম ঘোষণা করলো ভারতীয় ফুটবল ফেডারেশন। এই ২৩ জন সদস্যের মধ্যে কারা থাকছেন? গোলরক্ষক হিসাবে থাকছেন গুরপ্রিত, অমরিন্দর, গুরমিত। ডিফেন্ডারে থাকছেন আশিষ, নিখিল, সন্দেশ, আনোয়ার, মেহেতাব সিং, আকাশ, শুভাশীষ। মিডফিল্ডার- জ্যাকসন, থুনাজাম, সুরেশ, ব্র্যান্ডন, সামাদ, থাপা, রোহিত, আশিক, নাওরেম মহেশ, চাংতে। স্ট্রাইকার- মানবীর, রহিম আলি, রাহুল কেপি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর