পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যাওয়ায় ওই ব্যাক্তি চাপা পড়েন বাসের তলায়। রবিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি কেতু গ্রামের দধিয়া থেকে কাটোয়া যাচ্ছিল। ন’নগরের কাছে একটি রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের ড্রাইভার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  বাসের ছাদের ওপর বসেছিলেন একদল যাত্রী। তীব্র গতিতে ছুটে চলা বাসটি উল্টে গেলে ছাদ থেকে সকলেই পড়ে যান। তাদেরই একজন কোনওভাবে বাসের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারান। আহত হয়েছেন প্রায় ৪০ জন। আহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুও। এলাকার বাসিন্দারাই আহতদের কাটোয়া হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। বাসের জানালার কাঁচ ভেঙ্গে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর