ইভিএম নিউজ  ব্যুরো, ৮ মার্চঃ গানের কোন ভাষাগত সীমা নেই। গান যে ভাষাতেই গাওয়া হোক না কেন, তাতে কারও জাত যায় না। শুধু সেই গানে প্রেম আর আন্তরিকতা থাকলেই হল। কিন্তু এই চিরাচরিত ব্যাখ্যার ব্যতিক্রমও  রয়েছে। আর সেটা হল সব জায়গায় সবরকম গান চলে না‌। পরিবেশ আর পরিসরের সঙ্গে গানের মিল থাকা চাই।

কিন্তু আজকের দিনের প্রজন্ম সেই সূক্ষ্মবোধ আর মানছে কই? অতএব কলেজের মত শিক্ষার পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠানেও  চটুল ভোজপুরি গানের তালে ধেই ধেই করে নেচে উঠলো একদল ছাত্রছাত্রী। ঘটনায় ফের প্রশ্ন উঠলো  রাজ্যের শাসকদলের ছাত্রকর্মীদের সংস্কৃতির বোধ নিয়ে।
শনিবার নদীয়ার পলাশী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানকার তৃণমূল ছাত্রপরিষদ পরিচালিত ছাত্রসংগঠন টিএমসিপি। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের আনন্দ দিতে নিয়ে আসা হয়েছিল বহিরাগত শিল্পীদের।

কলেজসূত্রে জানা গেছে,সেই শিল্পীদের জটিল ভোজপুরি গানের বিসদৃশ সুরতালছন্দে প্রায় ঘন্টাখানেক ধরে চললো ছাত্রছাত্রীদের উদ্দাম নাচ।  তাও আবার দলীয় পতাকা হাতে নিয়ে। তাঁদের সঙ্গে মৃদু শরীর দোলাতে দেখা গেল কলেজের তৃণমূল প্রভাবিত কয়েকজন কর্মচারীকেও। আর সেই গোটা অনুষ্ঠান ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে এমন চটুল সংস্কৃতি কি সত্যিই মানানসই? বলা বাহুল্য বাংলার দৃষ্টি আর সংস্কৃতি নিয়ে গালভরা ভাষণ দেওয়া শাসকদলের ছাত্রদের কাছে এই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি। পাওয়ার কথাও ছিল না।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর