ইভিএম নিউজ ব্যুরো, ২১ ফেব্রুয়ারিঃ কথা মতোই আজ থেকে চালু হল কলকাতা-কোচবিহার রুটে বিমান পরিষেবা। ৯ আসন বিশিষ্ট বিমানটি মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কোচবিহারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। সপ্তাহে ৯ দিনই মিলবে এই পরিষেবা। গত রবিবারে ট্রায়ালে সফল হয়েছিল বিমানটি। আর সোমবার থেকেই শুরু হয়ে যায় অনলাইনে টিকিট বুকিং এবং রওনা হওয়ার পর বিমানে প্রথম যাত্রী ছিলেন কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামী। বিমানটি চলবে ভুবনেশ্বর- জামশেদপুর-কলকাতা- কোচবিহার রুটে। রুটের ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা সাথে জিএসটি।
জানা গিয়েছে, কলকাতা থেকে বিমানটি সফর শুরু করবে সকাল ১০ টা ১০ মিনিটে এবং কোচবিহারে বিমানটি পৌঁছাবে বেলা ১২ টা ১০ মিনিটে। অন্যদিকে, কোচবিহার থেকে বিমানটি ছাড়বে দুপুর সাড়ে ১২ টা এবং কলকাতায় পৌঁছাবে দুপুর ২ টা ৩০ মিনিটে। দীর্ঘ প্রতীক্ষার পর বিমান পরিষেবা চালু হওয়ায় অত্যন্ত খুশি যাত্রীরা।
উল্লেখ্য, কলকাতা- কোচবিহার গামী বিমান পরিষেবার কথা অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এত সময় লাগল। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছিলেন, মোদী সরকারের এই উড়ান স্কিমের মধ্যে মিলবে এই বিমান পরিষেবা। এখন দেখার এই পরিষেবা সত্যি কতটা উপকৃত হয় ও বাণিজ্যিক দিক দিয়ে কতটা সফল হয়।