শহরের বুকে প্রতিদিনই যান চলাচলের সমস্যা লেগেই থাকে। মুড়ি-মুড়কির মতো বেড়েই চলেছে দু চাকার গাড়ি। তাই হিমশিম খেতে হয় ট্রাফিক সামলাতে। সেইজন্যই শহরের বুকে যান চলাচল সামাল দিতে এবার শীঘ্র.০ই চালু হতে চলেছে কলকাতার প্রথম দোতলা আন্ডারপাস।
২০২২ সালের জুলাই মাসে এই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে এটির কিছুটা অংশ চালু করার জন্য তৈরি হয়ে গিয়েছে। এই আন্ডারপাস প্রকল্পের প্রথম ধাপ হল নিউটাউন- এয়ারপোর্ট। নিউটাউন, রাজারহাট ও বিমানবন্দর থেকে আগত যানগুলির চলাচল নিয়ন্ত্রণ আরও সহজ হয়ে যাবে। এয়ারপোর্ট যান চলাচল সুষ্ঠুভাবে করতে এই আন্ডারপাসের ট্রাফিককেও বিভক্ত করে দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, প্রায় ৭ মিটার চওড়া এবং ৩২০ মিটার দীর্ঘ এই আন্ডারপাসে মোট চারটি লেন থাকবে। এটির মাধ্যমে বিশ্ববাংলা গেটের ঠিক নিচ দিয়ে বিশ্ববাংলা সরণি পার করা যাবে। প্রথম স্তরটি করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুল তীর্থ এবং ইউনিটেকের দিক থেকে আসা গাড়ি এবং দু-চাকার গাড়ির জন্য রাখা হয়েছে। আর দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের ঠিক ৮ মিটার নিচে তৈরি করা হয়েছে। যা শুধুমাত্র পথচারীরা যাতায়াত করবেন। অর্থাৎ, চার চাকার গাড়ি ও হালকা মোটর গাড়ি সহ দুই চাকার মোটরসাইকেল প্রথম স্তর দিয়ে নিচের দিকে নামবে। পাশাপাশি, দ্বিতীয় স্তর দিয়ে যাত্রীরা সহজেই পারাপার করতে পারবেন এবং প্রধান সড়কটি বাস ও ট্রাকের মতো ভারী যানবাহনগুলি চলাচলের জন্য বরাদ্দ থাকছে। অতএব, এই আন্ডারপাসকেই কলকাতার প্রথম ভূগর্ভস্থ গাড়ির দোতলা টানেল হিসাবে বলা যেতেই পারে।