ইভিএম নিউজ ব্যুরো, ৮ মেঃ (Latest News) কলকাতায় আয়োজিত হল ২০২৩ ‘মিস মিসেস’ ইন্ডিয়ার প্রতিজগিতা
বিশ্বের দাবদাহ। বাড়ি থেকে দুপা রাস্তায় বেরলেই সূয্যিমামার আদরে ফোসকা পড়ার জোগাড়। এপ্রিল মাসে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মে মাসে অবস্থা আরও খারাপ হবে। বিশ্বজুড়েই বাড়ছে তাপমাত্রা। বিজ্ঞানীরা বলছেন এর জন্য দায়ী বিশ্ব উষ্ণায়ন। মানুষ যে ভাবে ভূপ্রকৃতি ধ্বংস করে চলেছে, তার ফলেই এই বিপর্যয়। আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় হল পরিবেশকে দূষণ মুক্ত করা।
এই লক্ষেই সচেতনতা প্রচারের এক অভিনব পন্থা দেখা গেল রবিবার ৭ মে। ভূ প্রকৃতি ও বাস্তুতন্ত্র রক্ষা করতে আহ্ববান জানিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিধাননগরের রাজকুটীরে। ‘মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া ২০২৩’। অভিনব এই প্রতিযোগিতায় আক্ষরিক অর্থে দেখা গেলো চাঁদের হাট। বিশিষ্ট গীতিকার, সুরকার, কণ্ঠসঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মৌবনী সরকার, শুভাঙ্গী ধর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগীরা তাদের সেরাটাই তুলে ধরলেন। প্রতিযোগিতার মূল আয়োজক ছিল ‘ইন্ডী রয়েল’ সংস্থা। সহযোগিতা করেছে ‘ট্রানিসটিকস ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’ ও ‘লিটল হাব’ সহ একাধিক সংস্থা।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই প্রতিযোগিতার অন্যতম বিচারক নিতু সাহা জানিয়েছেন, “ ভারতীয় সংস্কৃতিকে না ভোলার কথা স্মরণ করাতে মোট ৫২ জন প্রতিযোগিনী ‘মিস’, ‘মিসেস’ এবং ‘ক্লাসিক’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ কোরার জন্য আবেদন করেছিলেন। ভার্চুয়াল ভাবে ৬ বার ও সামনাসামনি ৩ বার প্রশিক্ষণ দেওয়ার পর আজ মূল পর্বে ৪০ জন প্রতিযোগিনী অংশ নিয়েছে। তিনটে বিভাগ থেকে তিনজনকে পুরস্কৃত করার পাশাপাশি অন্যান্যদেরও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে”।