ব্যুরো নিউজ, ১৩ জানুয়ারি: কনকনে ঠাণ্ডায় কাঁপছে বঙ্গ | সাথে পাল্লা দিয়ে চলছে কুয়াশার ব্যাটিং
পৌষ সংক্রান্তির আগে হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা। গতকাল থেকেই রাজ্যে জমিয়ে শীত পড়েছে। ফের একবার ঠান্ডা অনুভব করছে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় ইনিংস। চলতি সপ্তাহে বেশ খানিকটা কমবে তাপমাত্রা। গত বছরের শেষ থেকেই আবহাওয়ার ঘন ঘন ভোলবদল ঘটেই চলেছে । উত্তরে যেখানে কনকনে ঠান্ডার ভাব সেখানে দক্ষিণে ফিকে শীতের আমেজ। তবে আর দেরী নেই। অবশেষে জমিয়ে শীত পড়তে চলেছে রাজ্য জুড়ে। উত্তর পশ্চিমের কনকনে ঠান্ডা হাওয়া ঢুকতে আর বাধা নেই। আজ থেকেই রাতের তাপমাত্রা কমা শুরু হবে। আর শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল।
পৌষের শেষে ফের জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আগামী ১-২ দিনের মধ্যে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে দক্ষিণের জেলাগুলি। চলতি সপ্তাহে গোটা রাজ্যের তাপমাত্রাই বেশ কিছুটা কমবে। এবং আগামী তিনদিন রাতের দিকের পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। ওদিকে শীতের পাশাপাশি কুয়াশার দাপটও অব্যাহত থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।