পৌষ মাসের অমবস্যায় কালী পুজোর রেওয়াজ অনেক জায়গাতেই । তবে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এই কালীপুজো সাড়া ফেলে দিয়েছে ভারতবর্ষ জুড়ে। বলা যেতে পারে এশিয়া মহাদেশের সর্বোচ্চ মূর্তি এই ৫২ হাত পৌষ কালী।৪৬ বছর আগে ভাগীরথীর তীরে তথা নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর কালনা ঘাটের ঠিক পাশে প্রথম এই কালী পুজোর সূচনা হয়। এখানকার মানুষজন খুবই নিষ্ঠা ও প্রাচীন প্রথা মেনে পুজো করে আসছেন। প্রথম থেকেই এই প্রতিমার উচ্চতা ছিল ৫২ হাত , তাই ৫২ হাত কালী নামে পরিচিত এই প্রতিমা। প্রচলিত আছে কোন এক সময়, প্রাকৃতিক দুর্যোগে এই কালী প্রতিমা ভেঙ্গে যায়। সেই থেকে এর উচ্চতা ৪২ হাত হয় অর্থাৎ প্রায় ৬০ফুটের মতো ,তবে এখন উচ্চতা কমে গেলেও ৫২ হাত পৌষ কালী নামেই খ্যাত এই প্রতিমা।
পৌষ সংক্রান্তি তিথিতে শুরু হয় এই পুজো ,চলে ১০ দিন ধরে। ভারতের বিভিন্ন পিঠস্থান থেকে সন্ন্যাসীরা ও অগণিত ভক্ত এসে উপস্থিত হন এখানে। বসে বিশাল মেলা। উচ্চতার কারণে প্রতিমা নিরঞ্জন করা হয় মন্দিরেই। উদ্যোক্তারা জানিয়েছেন শ্যালো মেশিনের সাহায্যে প্রতিমা নিরঞ্জন করে তা ড্রেনের মাধ্যমে পাশ করানো হয় ভাগীরথী নদীতে। তবে তাঁদের আবেদন এতো বিখ্যাত এই কালিপুজোকে আরও জনপ্রিয় করার জন্য চাই সরকারি সাহায্য । যাতে বঙ্গের বিভিন্ন জনপ্রিয় পীঠস্থানের পাশাপাশি এখানকার এই কালীপুজোর কথা যাতে মানুষের মুখে মুখে ঘোরে তার জন্যই উদ্যোক্তাদের এমন প্রয়াস।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর