ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: এশিয়া কাপে সামনে নেপাল। আজ সেই ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত। খেলা শুরু দুপুর ২ টো থেকে ।
পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় মাত্র ১ পয়েন্টই খুশি থাকতে হয়েছিল ভিরাটদের। তাই আজকের ম্যাচটি খুবই গুরত্বপূর্ণ ভারতের জন্য। আজকের ম্যাচেও পাকিস্তান ম্যাচের একাদশেরই খেলার সম্ভাবনা বেশি। তবে আজ দলে নাও থাকতে পারেন বুমরাহ। গত ম্যাচে ভালো পারফর্ম করা পান্ডিয়া ও ঈশানের দিকে নজর থাকবে সকলের। ভারতের কাছে নেপাল সহজ প্রতিপক্ষ হলেও খুবই সতর্ক রোহিতরা। পচা শামুকে যাতে পা না কাটে সেটাই বেশি গুরুত্বপূর্ণচ। আজকেও ক্যান্ডিতে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও।
একনজরে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ – রোহিত (অধিনায়ক), গিল, বিরাট, শ্রেয়াস, ঈশান (উইকেট কিপার), হার্দিক, জাদেজা, কুলদীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, শামি, সিরাজ। ইভিএম নিউজ