ব্যুরো নিউজ, ১৮ জানুয়ারি: এমপি বাংলো না ছাড়তে আদালতে মহুয়া
অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে তাঁর সাংসদ পদ আগেই খারিজ হয়েছে। এরপর দিল্লিতে তাঁর বাংলো ছেড়ে দেওয়ার নোটিশও পৌঁছেছিল মহুয়ার কাছে। পরপর দুটি নোটিশ পাওয়ার পরেও বাংলো খালি করেনি মহুয়া।
শাহজাহানের গ্রেফতার নিয়ে পুলিশে অনাস্থা হাইকোর্টের
দ্বিতীয়বার আবার তাঁকে নোটিশ করে বাংলো খালি করে তা সরকারকে হ্যান্ডওভার করার নির্দেশ দিয়েছে ডিরেক্টর অফ এস্টেট। এবার যদি মহুয়া মইত্র সেই নির্দেশ না মানে তবে বলপ্রয়োগ করে ওই জায়গা খালি করে ৯বি টেলিগ্রাফ রোডের বাংলো দখল করতে পারে ডিওই।
মহুয়া অবশ্য দ্বিতীয় নোটিশের পরে আবার আদালতের দারস্ত হয়েছে। গতবছর ৮ ডিসেম্বরে মহুয়ার সাংসদপদ খারিজ হয়। গত ৮ জানুয়ারি মহুয়াকে নোটিশ দিয়ে ডিওই জানতে চায় কেন এখনো সে বাংলোটি ছারেননি। মহুয়া অসুস্থ থাকায় তাঁকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত ওই বাংলোয় থাকার অনুমতি দিয়েছিলো ডিওই। ইভিএম নিউজ