ব্যুরো নিউজ, ৫ জানুয়ারি: এবার বাংলার হ্যান্ডলুম শাড়ির ঝুলিতে জি আই ট্যাগ
প্রথম ২০০৯ সালে বাংলার শান্তিপুর শাড়ি জি আই ট্যাগে ভূষিত হয়েছিলো। তারপর একে একে বাংলার ঐতিহ্যময়ী বালুচরী ও ধনিয়াখালি তাঁতের শাড়িও জিওগ্রাফিকাল ইন্ডিকেশন বা GI- এর তকমা পেয়েছিল৷ আর এবার সেই তালিকায় যুক্ত হল টাঙ্গাইল, কোরিয়াল ও গরদের শাড়ি। বৃহস্পতিবার নদীয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল শাড়ি পেল জিআই স্বীকৃতি। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে তাঁতিদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু সর্ববৃহৎ চতুর্থতম সংগীত মেলা শুধুমাত্র টাঙ্গাইলই নয়, জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI)-এর তকমা পেল মুর্শিদাবাদের কোরিয়াল ও বীরভূমের গরদও। লাল পাড় সাদা গরদের শাড়িতে বর্তমানে নানা বৈচিত্র্য এসেছে। এমনকী লাল পাড় সাদার বদলে এখন অনেক জনপ্রিয় নানা রঙের গরদ। উল্লেখ্য, জিওগ্রাফিকাল ইন্ডিকেশনের তকমা পেলে তাঁতিদের আইপিআর সুরক্ষিত যেমন থাকে, তেমনই অন্যান্য জায়গার যাঁরা ওই নির্দিষ্ট পণ্য তৈরি করে বিক্রি করেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়৷ এমনকী, জিওগ্রাফিকাল ইন্ডিকেশনের তকমা পাওয়া পণ্যগুলির রপ্তানি বাজারও সুরক্ষিত থাকে৷ ইভিএম নিউজ