টলি হোক বা হলি, গোয়েন্দা চরিত্র মাতিয়ে রেখেছে সর্বত্রই । সে ফেলুদাই হোক বা শার্লক হোমস। এবার সেটা যদি আসে বলিউডে ! তাহলে দর্শকের কাছে সেটা হাতে চাঁদ পাওয়ার মতো বিষয় হয়ে দাঁড়াবে। ‘শেরদিল ‘, ‘সাবাশ মিতু ‘, ‘জানবাজ’ এর পর সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে চমক এবার বলিউডে শার্লক হোমস । ১৮৭৮ সালে এই গোয়েন্দার আবির্ভাব। লেখক আর্থার কোনান ডয়েলের হাত ধরে। দশকের পর দশক মাতিয়ে রেখেছে এই চরিত্র। বড়পর্দায় চরিত্রটি ৪৫ বারেরও বেশি প্রদর্শিত হয়েছে। টেলিভিশন ওয়েব সিরিজে শার্লক হোমস চরিত্রে অভিনয় করেছেন বহু অভিনেতা। তাঁরা হলেন বেনেডিক্ট কাম্বারব্যাচ ,তার পাশে ডাক্তার ওয়াটসন হিসাবে দেখা গিয়েছে মার্টিন ফ্রিম্যানকে। বিশ্বের নামী প্রযোজনা সংস্থা বিবিসির ফ্লোরে শার্লক হোমস তৈরি নিয়ে উত্তেজনা তুঙ্গে। এবার তাক লাগানো ব্যাপার হলো , সেই প্রযোজনা সংস্থাই সর্বভারতীয় এক ওটিটি প্লাটফর্মের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় সংস্করণে হাজির করতে উৎসাহী । একটি সূত্র থেকে জানা গিয়েছে ,গত ৬ মাস ধরে চলছে এর প্রস্তুতি পর্ব। শেখর হোম নামক গোয়েন্দাকে দেখা যাবে ওয়েব সিরিজটিতে। সবচেয়ে বড়ো চমক এটাই ,পরিচালনার দায়িত্বে আছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । যদিও খোলসা করেননি এখনো তেমন কিছুই।
