ইভিএম নিউজ ব্যুরোঃ এবার নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করতে একটি নতুন অ্যাপের উদ্বোধন করল রাজ্য পুলিশ। অ্যাপটির নাম ‘ওয়েস্ট বেঙ্গল খোয়া পায়া’। মঙ্গলবার অ্যাপটির উদ্বোধন করেন  রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাভেদ শামিম সহ রাজ্য পুলিশের অন্যান্য পুলিশ কর্তারা।

পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও এই অ্যাপটির ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, কেউ নিখোঁজ হলে তাঁর ছবি-সহ যাবতীয় তথ্য নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর আগেই দ্রুত এই অ্যাপে ওই তথ্য আপলোড করা যাবে। পুলিশ সূত্রের খবর, তিন বছরে রাজ্যে মোট ১,২২,৪৩৬ জন নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে।  এছাড়াও অ্যাপের মাধ্যমে রাজ্যের প্রতিটি থানাকে যুক্ত করা হবে এবং প্রতিটি থানার এক জন আধিকারিককে নিখোঁজ ও উদ্ধার সংক্রান্ত তথ্য প্রতিদিন অ্যাপে আপলোড করতে বলা হয়েছে।

সম্প্রতি রাজ্যে একাধিক নিখোঁজের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা  ও তাঁদের খোঁজ পাওয়ার  ঘটনাকে একটা ছাতার নীচে আনতেই এই নতুনত্ব  ভাবনা । এই প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, ‘‘ নিখোঁজ ব্যক্তির  পাশাপাশি উদ্ধার হওয়া দেহের পরিচয় জানতেও  অনেকসময় অসুবিধার মুখে পরতে হয়।  ফলে অ্যাপে সেটাও অনেক সহজ হবে।’’ ইতিমধ্যে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গেও কথা বলা হয়েছে। অ্যাপের মাধ্যমে রাজ্যের প্রতিটি থানাকে যুক্ত করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর