ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুনঃ (Latest News) জয় দিয়েই কলকাতা লিগের অভিযান শুরু করলো কালীঘাট মিলন সংঘ। প্রথম ম্যাচে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে ৩-০ গোলে পরাজিত করল তারা। ম্যাচের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে রেখেছিল কালীঘাট মিলন সংঘ। ম্যাচের প্রথমার্ধে কালীঘাটকে এগিয়ে দেযন মোঃ শাকিরুল আলী।

গোটা ম্যাচে কালীঘাটের আক্রমণভাগ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিফেন্ডারদের ব্যস্ত রাখলেও , গোলের সুযোগ এসেছিল এফসিআই এর কাছেও। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে এফসিআই স্ট্রাইকাররা। ম্যাচের ইনজুরি টাইমে সুদীপ শর্মা সরকার ও বিজয় কর্মকার আরো দুটি গোল করে কালীঘাটের জয় সুনিশ্চিত করেন। তবে কয়েকটি সুযোগ নষ্ট না করলে আরও বেশি গোলের ব্যবধানে এই ম্যাচ নিজেদের পকেটে পুড়তে পারতো কালীঘাট মিলন সংঘ।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর