অরূপ পাল, ১৫ এপ্রিলঃ ( Latest Kolkata Football News) এখনও সই হয়নি কোচ সের্জিও লোবেরার, ক্ষুব্ধ নিতু।
তবে কি এই কারণেই কি কিছুটা ক্ষুব্ধ লাল-হলুদের শীর্ষকর্তা? শনিবার বারপুজোর দিনে দেবব্রত সরকার যা বললেন তাতে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ইনভেস্টরদের কথা মেনে লোবেরাকেই সই করানোর চেষ্টা চালিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal Club)। কিন্তু লোবেরা এখনও চিনের ক্লাব সিচুয়ান-এর থেকে নো-অবজেকশন সার্টিফিকেট পাননি। তার জেরেই কোচকে সই করানো যায়নি।
দিন পনেরোর মধ্যে কোচ ঘোষণা হওয়ার কথা থাকলেও সেই সময় পেরিয়ে গিয়েছে। মনে করা হয়েছিল, নববর্ষের দিনেই কোচের নাম ঘোষণা করে দেবে ক্লাব। তবে তা হয়নি। এখনও নতুন কোচের নাম ঘোষণা করতে পারেনি ইস্টবেঙ্গল। দেবব্রত সরকার বলেন, ‘ওঁরা (ইমামি) আমাকে জানিয়েছিল, দিন পনেরোর মধ্যে কোচ চূড়ান্ত হয়ে যাবে। সেই মতো আমি সে কথা ঘোষণা করে ছিলাম। ওঁরা যদি বলেন ২০ দিন লাগবে তবে আমি তাই বলব। যতক্ষণ কোচের সই না হচ্ছে, ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না’।
নববর্ষের দিনে ইস্টবেঙ্গল শীর্ষকর্তাকে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ‘আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি। আমাদের প্রথম পছন্দ লোবেরা। দ্বিতীয় ও তৃতীয় পছন্দও লোরেবাই। ওঁরা (ইমামি) ব্যাপারটা দেখছেন। তবে আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে’। একই কথা শোনা গেল ইমামির দেবব্রত মুখোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, ‘আমরা কথাবার্তা বলছি। গতকাল যে জায়গায় গোটা ব্যাপারটা ছিল, আজও সেই জায়গাতেই রয়েছে। কিছুই পরিবর্তন হয়নি। তবে আশা করছি দ্রুত সমস্ত সমস্যা মিটে যাবে’।
তবে সমস্যা মেটার আশা করলেও স্বস্তিতে বসে থাকতে রাজি নন দেবব্রত সরকার। তিনি বলেন, ‘যতক্ষণ সই না হচ্ছে ততক্ষন কিছু বলতে পারছি না’।(EVM News)