ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: একাধিক দাবিতে আন্দোলনে কর্মচারী সমিতি
কর্মরত কর্মচারীদের হেলথ স্কিম চালু, অবসরপ্রাপ্তদের পেনশান নিয়ে টালবাহনা বন্ধ, শূণ্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, সম কাজে সম বেতন-সহ বেশ কিছু দাবিতে এবার আন্দোলনে নামলো বাম সমর্থিত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি।
মঙ্গলবার সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির তরফে শহরে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত এক সভায় বক্ত রাখেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির বাঁকুড়া নেতৃত্ব। পরে ওই সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসকের দফতরে গিয়ে তাঁদের দাবিপত্র তুলে দেন।
RPF-এর তৎপরতায় রক্ষা পেল যাত্রী
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির তরফে দাবি করা হয়েছে, রাজ্য সরকার খেলা-মেলা সহ দুর্গোৎসবে অনুদান দিয়ে যথেচ্ছভাবে খরচ করছে, এমনকি রাজ্যের মন্ত্রী-বিধায়কদের ভাতা বৃদ্ধি হলো অথচ ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীরা এখনো বঞ্চিতদের দলেই। ইতিপূর্বে সুনির্দিষ্ট দাবি নিয়ে ব্লক স্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে, এবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনে রাজ্যের সর্বত্র জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হলো। অবিলম্বে দাবি পূরণ না হলে তাঁরা সংগঠনগতভাবে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি। ইভিএম নিউজ