উধাও

ব্যুরো নিউজ, ২৩ ডিসেম্বর: উধাও সমবায় ব্যাঙ্কের কোটি টাকা, পলাতক তৃনমূল নেতা 

সমবায় ব্যাঙ্কের কোটি টাকা তছরুপের ঘটনা সামনে আসতেই উধাও হয়ে গেলেন স্থানীয় তৃনমূল নেতা। পরে ঐ টাকা তছরুপের সঙ্গে তাঁর যোগসাজশের সন্দেহ আরও বেড়েছে ঐ ব্যাঙ্কের বিনিয়োগকারীদের। দঃ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা এখনো টাটকা। সেখানেও সমবায় ব্যাঙ্কের বিপুল টাকা তছরুপের ঘা এখনো শুকায়নি। আর তারই মধ্যে এবার ঐ জেলার রায়দিঘিতে একটি সমবায় ব্যাঙ্কে এক কোটি টাকার বেশি তছরুপ হয়েছে বলে জানা গিয়েছে। বিনিয়োগকারীরা জানিয়েছেন, রায়দিঘি বিধানসভার অধীন খাঁড়ি ইউনিয়ান লার্জ সাইজ প্রাইমারি এগ্রিকালচারাল কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির বয়স প্রায় ৬৬ বছর। কৃষি সমবায় দিয়ে ঐ ব্যাঙ্কের যাত্রা শুরু। বর্তমানে রয়েছে ব্যাঙ্কের ৪ টি শাখা।

শিশিরের পা ছোঁয়ায় শো কজ তৃনমূল পুর প্রধান

ব্যাঙ্কটি পরিচালিত হয় রাজ্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে। ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সম্পাদক শিবপ্রসাদ গোস্বামী অভিযোগ করেছেন, কাশিনগর শাখার ইনচার্জ মোহনলাল হালদার ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি টাকারও বেশি তছরুপ করেছে। তাঁর সঙ্গে একটি ব্যাঙ্ক কর্মীও জড়িত। বিগত আর্থিক বছরের অডিটেই তা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, মোহনলাল ও ব্যাঙ্ক কর্মীরা সবাই স্থানীয় তৃনমূল নেতা। ইতিমধ্যেই ঘটনার বিবরন জানিয়ে পুলিশও স্থানীয় বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন লগ্নিকারিরা। আর ঘটনার পর পরই গত ২ মাস ধরে গা ঢাকা দিয়েছেন মোহনলাল ও তাঁর মা বন্দনা। মোহনলাল কাশিনগর পশ্চিমপাড়ার তৃণমূলের বুথ সভাপতি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা সমবায়ের রেজিস্ট্রার। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর