উত্তর

ব্যুরো নিউজ, ২৫ জানুয়ারি: উত্তর কলকাতার ভোটারদের ম্যাসকট ‘পটলডাঙার টেনিদা’ 

এবার উত্তর কলকাতার ভোটারদের ভোটদানে উৎসাহিত করার ক্ষেত্রে ম্যাসকট করা হয়েছে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘পটলডাঙার টেনিদা’কে। ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের আগে গতকাল কলকাতার উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিয়োগকাণ্ডে দেবরাজ ও বাপ্পাদিত্যকে সিবিআই- য়ের তলব

সেখানে উপস্থিত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব, উপস্থিত সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন টেনিদার। তিনি জানান, আরও একটি ভুল ত্রুটি মুক্ত অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই তা প্রকাশ করা হবে। এই উপলক্ষে আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি নাটিকার আয়োজন করা হয়।

উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক রাহুল মজুমদার জানান, উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে এই নাটিকাটি প্রদর্শিত হবে। এবার ৭৫ শতাংশ ভোটের হারকে লক্ষ্যমাত্রা ধরে তাঁরা প্রচারে নামবেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ২০১৯ এর লোকসভা ভোটের হার ছিল ৬৬ শতাংশ। ২০২১ এর বিধানসভা নির্বাচনে হার ছিল ৬১ শতাংশ। এবার উত্তর কলকাতায় ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ১ হাজার ৭৭৯ জন। এর মধ্যে এক পঞ্চমাংশই বহিরাগত। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর