ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ যত দিন যাচ্ছে, মানুষ ততই বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে রকেটের গতিতে। নিজের বিভিন্ন কাজে সাহায্য করার জন্য বা পুরো কাজটিই করে দেওয়ার জন্য যন্ত্রমানব অর্থাৎ রোবটও তৈরি করেছে মানুষ। বর্তমানে রোবটকে কাজে লাগিয়ে অনেক মুশকিল আসানও করা যাচ্ছে। তবে এবার ব্যাপারটা অনেকটাই আলাদা। আদালতে ওকালতি করছে আস্ত এক রোবট। আর মানুষকে দিচ্ছে আইনী সাহায্য। বেশ চলছিল। কিন্তু গোল বেধেছে এবার। তারই বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে শিকাগোর একটি আইন সংস্থা।

আসল বিষয়টি হল, গত ফেব্রুয়ারি থেকে আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে এই রোবট আইনজীবীকে। আদালতে না এসেও আইনজীবীর মতোই কাজ চালায় ‘ডু নট পে’ নামক একটি অ্যাপের মাধ্যমে। তবে সেই অ্যাপটি থাকতে হবে মক্কেলের মুঠোফোনে।

উল্লেখ্য, ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এখন ‘ডু নট পে’-র সিইও তিনিই। প্রথমে এই অ্যাপটি আইনি পরামর্শ সংক্রান্ত চ্যাটবট হিসাবে লঞ্চ হলেও পরে তা রোবটে পরিণত হয়। রোবটটির কাজ হল, বছরের পর বছর ধরে চলা মামলা- মোকদ্দমার খরচ অনেকটাই কম করে দেওয়া।ডু নট পে-র এই রোবটের বিরুদ্ধেই মামলা করে বসেছে শিকাগোর ঐ আইনী সংস্থাটি। একাধিক অনিয়মের অভিযোগ এনেছে ওই সংস্থা। অভিযোগকারী সংস্খার দাবি, এটা কোনও আইনজীবী বা আইন সংস্থাও নয়। এর কোনও আইনি ডিগ্রি নেই। এটা একটা রোবটমাত্র। কোনও আইনজীবী এই রোবটের দেখভালও করেন না। পুরো কাজটি চলে অ্যাপের মাধ্যমে। এভাবে আদালতে ওকালতি করা যায় না।

এর উত্তরে ‘ডু নট পে’-র সিইও জোশুয়া ব্রাউডার বলেছেন, শিকাগোর ওই সংস্থার অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। এই অ্যাপটির মাধ্যমে বহু গ্রাহক আইনি সুরাহা পেয়েছেন সঠিক পথে। বর্তমানে মামলাটি কতদূর এগোয়, শেষ পর্যন্ত উকিল রোবট সাহেবের আদৌ কোনও সাজা হয় কিনা, তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর