তিনি প্রথম একাদশে না থাকলে কি হবে, দলের অন্যতম সদস্য। আর তাই ইডেনের পৌষের সন্ধেতে দারুন দর্শক মনোরঞ্জন হল। কুশীলব হিসেবে ছিলেন ঈশান কিষান এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। খেলার শেষে লেজার শো, সঙ্গে তারকা ক্রিকেটারদের নাচে মাতোয়ারা ছিল ক্রিকেটের নন্দন কানন। এইসংগে এই নাচের দৃশ্য দ্রুত ভাইরালও হয়ে গেল। ইডেনে কুলদীপের প্রত্যাবর্তনে শাপমুক্তি, কে এল রাহুলের ম্যাচ জেতানো ইনিংসে লঙ্কা শাসন করে ভারতীয় দলের একদিনের ম্যাচের সিরিজ জয়। ফলে উন্মাদনা তো থাকবেই। কারণ এ ম্যাচে ভারতের অনায়াস জয় আসেনি। ৪০ওভারের আগেই মাত্র ২১৫ রানে শ্রীলংকাকে থামিয়ে দেওয়ার পর যে ম্যাচকে আপাত সহজ মনে হচ্ছিলো,সেই ম্যাচ মাত্র ৪ উইকেটে জিততে হলো রোহিত ব্রিগেডকে। কে এল রাহুলের অপরাজিত ৬৪ রান ভারতীয় দলের শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবিক করে। তবে বিশ্বকাপের বছরে ভারতীয় দোল পরিচালন সমিতি যে ধীরে ধীরে একটা রোডম্যাপ তৈরি করছে তা নিশ্চিত। কারণ ছন্দে না থাকা কে এল রাহুলকে কিপিং করানোর পাশাপাশি ৫ নম্বরে রেখে ভারত পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা ঈশান কিষানের থেকে এগিয়ে রাখছেন শুভমান গিলকে। তা সত্ত্বেও সিরিজ পকেটে পুরে ফেলার পর তৃতীয় ম্যাচে শিকে ছিঁড়তে পারে ঈশানের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর