ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুলাইঃ (Latest News) কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে খিদিরপুরকে ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়েছিল ১-০ গোলে। ম্যাচের ৩২ মিনিটে ইস্টবেঙ্গল এর পক্ষে গোল করেন তুহিন দাস

এদিন নৈহাটি স্টেডিয়ামে ম্যাচটি হয়। ৩২ মিনিটের মাথায় খিদিরপুরের বক্সের কোনায় বল পেয়ে সেখান থেকেই জোরালো শট নেন তুহিন। বল জড়িয়ে যায় জালে। আর দ্বিতীয়ার্ধে ম্যাচের একেবারে শেষ লগ্নে ব্যবধান বাড়ান শ্যামল বেসরা। তবে এছাড়াও কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু নিশানা ঠিক না থাকায় গোল সংখ্যা বাড়াতে পারেনি মশাল বাহিনী। লীগে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ড্র করার পর পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জেতে লাল হলুদ ব্রিগেড। এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল তারা। এদিনের জয়ের ফলে তিন ম্যাচে তাদের পয়েন্ট হলো সাত। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর