ইসকনে

ব্যুরো নিউজ, ৩১ ডিসেম্বর: ইসকনের হরেকৃষ্ণ উৎসব 

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পরিচালনায় হরেকৃষ্ণ উৎসব ও ভাগবত ধর্মানুষ্ঠান।

কলকাতা থেকে কোচবিহার ‘বাংলায় বিকল্প রাজনীতি’-র খোঁজ

কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। বীরভূম জেলার মহম্মদবাজার থানার শেওড়াকুড়ি গ্রামে শ্রীধাম মায়াপুর ইসকনের পরিচালনায় শেওড়াকুড়ি নামহট্ট ভক্তবৃন্দের আয়োজনে হরেকৃষ্ণ উৎসব, ভাগবত ধর্মানুষ্ঠান ও ভক্তসেবা। এছাড়াও একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। যেখানে বহু ভক্তরা যোগদান করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সেই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

সকালে মঙ্গলারতি, সমবেত হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ, ভক্তসেবা-সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দুপুরে প্রায় হাজার খানেক ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। অনুষ্ঠানটি শঙ্খ, ঘন্টা, কাঁসরঘন্টা সহযোগে বহু ভক্ত দুবাহু তুলে নাচতে নাচতে হরেকৃষ্ণ নাম সংকীর্তন গানের মাধ্যমে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর করে তোলে। ইভিএম নিউজ

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর