ইন্ডিয়া

ব্যুরো নিউজ, ১ ফেব্রুয়ারি: ইন্ডিয়া জোট নিয়ে কী বললেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ?

ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে রতুয়ার দেবীপুর এলাকায় সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস নেতৃত্ব।

জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজার অনুমতি

কংগ্রেসের সরভারতীয় স্তরের নেতৃত্বের উপস্থিতিতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ছিলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা কানাইয়া কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার যাবতীয় তথ্য তুলে ধরলেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এ রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে বাধা ও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি রাহুল গান্ধীকেও। তবে কংগ্রেস যে সংকল্প নিয়ে এই ন্যায় যাত্রা করছে তা সফল হবেই বলে মত সর্বভারতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশের।

এছাড়াও এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধির গাড়ির কাচ ভেঙে দেওয়ার বিষয়েও সরব হন তিনি৷ এই ঘটনার প্রভাব বিজেপির বিরুদ্ধে তৈরি হওয়া বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

একদিকে অধীর রঞ্জন চৌধুরী যখন এই ঘটনা নিয়ে বাংলার সরকারকে কাঠগড়ায় তুলেছেন ৷ এই পরিস্থিতিতে জয়রাম রমেশ জানান, এই ঘটনায় বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ওপর কোনও প্রভাব ফেলবে না ৷

মালদার রতুয়ার দেবীপুর লাইব্রেরি ময়দানে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, বিহার, পশ্চিমবঙ্গ, কোনও রাজ্যেই কংগ্রেসের সরকার নেই ৷ এসব জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে ৷ আমাদের এসব সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷ জলপাইগুড়িতে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, গাড়ির কাচ ভাঙা হয়েছে ৷ এসব হতেই পারে ৷ তবে এসবের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা থমকাবে না ৷ এর জন্য ইন্ডিয়া জোট কমজোরও হবে না ৷ যারা এই জোটকে কমজোর করার চেষ্টা চালাচ্ছে, তাদের জানাতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন, ইন্ডিয়া জোট শক্তিশালী করা তাঁরও দায়িত্ব ৷ আমাদেরও সেই দায়িত্ব রয়েছে ৷ তাই এসব ঘটনায় জোটে কোনও প্রভাব পড়বে না ৷” ইভিএম নিউজ

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর