আই এস এলে ইস্টবেঙ্গলের পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক। বেশ কয়েকটি ম‍্যাচে এগিয়ে গিয়েও হারতে হয়েছে কনস্ট‍্যান্টাইনের দলকেে। কিন্তু  লাল হলুদের মহিলা দল কন‍্যাশ্রী কাপে একেবারে তাক লাগিয়ে দিল। মঙ্গলবার ইস্টবেঙ্গলের মহিলা দল অবিশ্বাস‍্য ব‍্যবধানে জয় পেল। ইস্টবেঙ্গল ৩৫-0 ব‍্যবধানে হারাল বেহালা ঐক্য সম্মিলনীকে। একতরফা খেলায় লাল হলুদ দলের পক্ষে ডাবল হ‍্যাটট্রিক করলেন কবিতা সোরেন ও মৌসুমি মুর্মূ। গোলকিপার ছাড়া দলের সকলেই এ ম‍্যাচে গোল করলেন। গোলদাতাদের মধ‍্যে ছিলেন ঐশ্বর্য, সুরঞ্জনা, গীতা, সুস্মিতা, মৌসুমী, দেবলীনা কবিতা, পিয়ালি, বিরসি এবং তনুশ্রী। দেবলীনা ও গীতা পাঁচটি করে গোল করেন এই চূড়ান্ত একতরফা ম‍্যাচে। আইএসএলে ১২ ম‍্যাচে মাত্র ১২ পয়েন্ট পেয়ে (৪ টি ম‍্যাচে জয়) যখন ইস্টবেঙ্গল ধুঁকছে, তখন মেয়েদের লাল হলুদ ব্রিগেডের মশাল যেন দাউদাউ করে জ্বলে উঠল। যেমন প্রতিপক্ষইহোক না কেন ৩৫টা গোল করতে যথেষ্ট মেহনত লাগে বৈকি। আর এই সুবাদে এই মহিলা দল ইতিহাসের পাতায় নামটাও তুলে ফেললো।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর