বিশ্বকাপের বছর শুরুতেই একদিনের ক্রিকেটে ভারত ইংল্যান্ডকে টপকে আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলো। সঙ্গে পরপর জোড়া একদিনের সিরিজে ছয়ে ছয়। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার রোহিত ব্রিগেডের কিউই বধ তিনে তিন ফলে। জয় এল ৯০ রানে। জয়ের পাশাপাশি অধিনায়ক রোহিত ফিরলেন তাঁর অন্যতম সেরা ফর্মে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওপেনার শুভমন গিলের বিধ্বংসী ফর্ম। ৭৮ বলে ১১২ রানের ইনিংস খেললেন। এই সিরিজে তাঁর তিন ম্যাচে রানসংখ্যা ৩৬০। গড় ১৮০। ইন্দোরের বাইশ গজে ছিল রানের ফুলঝুরি। দু’ দল মোট ৬৮০ রান করলো এই ম্যাচে। তিন বছর পর তিন অংকের রানে ফিরলেন ভারতীয় অধিনায়ক রোহিত। ৮৫ বলে ১০১ রান করে তিনি তাঁর ৩০ তম একদিনের সেঞ্চুরিটি পেলেন। রোহিত ভারতের চতুর্থ ব্যাটার যিনি ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে ৪ (চার) হাজার রান পূর্ণ করলেন। তাঁর আগে রয়েছেন সচিন, বিরাট ও ধোনি। ২০২০ সালের ১৯ জানুয়ারি রোহিত তাঁর ২৯তম একদিনের শতরানটি করেছিলেন বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১১৯ রান করেছিলেন সেই ম্যাচে। ভারতের ৫০ ওভারে ৩৮৬ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৯৫। ভারতের পক্ষে উল্লেখযোগ্য রান হার্দিক পান্ডিয়ার ৫৪ ও বিরাট কোহলির ৩৬। কিউইদের পক্ষে সেঞ্চুরি করেন ডেভন কনওয়ে। ১৩৮ রান করেন তিনি।