ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: আলিপুরে হাজির ব্রাজিলিয়ন ফুটবলার রোনাল্ডিনহো
কলকাতায় হাজির ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার
আজ মঙ্গলবার দুপুরে আলিপুর বডি গার্ড লাইনসে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ ২০২৩ এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল। সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলের জনপ্রিয় ফুটবলার রোনাল্ডিনহো, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ও দমকল মন্ত্রী সুজিত বসু।
এদিন ব্রাজিলের জনপ্রিয় ফুটবলার রোনাল্ডিনহোর হাত ধরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল উদ্বোধন করেন পুজো গাইড ম্যাপের। কলকাতা পুলিশের ট্র্যাফিকের বার্ষিক পর্যালোচনা ও কলকাতা পুলিশের প্রতি বছর যে ম্যারাথন দৌড় হয় তার জার্সিও এদিন লঞ্চ করা হয়। ইভিএম নিউজ