রাজীব ঘোষ, ১৬ সেপ্টেম্বর: আর দীর্ঘ অপেক্ষা নয় | টাকা জমা দিলেই মিলবে পেনশন
চাকরি জীবন শেষ করে অবসর নিলেই মেলে পেনশন। তবে এখন অবশ্য আর সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে একই নিয়ম নেই। অধিকাংশ চাকরির ক্ষেত্রেই পেনশন পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে। পরিবর্তে এককালীন থোক মোটা টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কর্মজীবন চলছে অর্থাৎ চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, ততক্ষণ পর্যন্ত খুব কষ্টেসৃষ্টে হলেও সংসার প্রতিপালন করা যায়। নিজের প্রয়োজন মেটানো যায়। কিন্তু বার্ধক্যে এসে অবসর গ্রহণের পর টাকার চাহিদা মেটানোর জন্য কি করবেে? সেই ভাবনাই চলতে থাকে।
একবার টাকা জমা দিলেই পেনশন চালু
কিন্তু বার্ধক্যে অবসর নেওয়ার পরই মানুষ চায় একটু সুখে শান্তিতে জীবন যাপন করতে। কর্মজীবন চলাকালীন অনেকেই হয়তো কিছু আমানত করে থাকেন। সেই আমানত ভেঙে বৃদ্ধ বয়সে খাওয়ার চিন্তাভাবনা করেন। কিন্তু তাও সব সময় প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে না। তাই বিভিন্ন ধরনের পেনশন স্কিম (Pension Scheme) বাজারে এসেছে। যাতে ৬০ বছর বয়সের পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেনশন হিসেবে প্রতি মাসে ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) একটি নতুন পেনশন স্কিম নিয়ে এসেছে। তার নাম এলআইসি নতুন জীবন শান্তি যোজনা (LIC Natun Jeevan Shanti Yojana)
কম টাকার লোন দিচ্ছে না ব্যাঙ্ক? পাবেন পোষ্ট অফিসে
এলআইসির এই পেনশন স্কিমে একবার বিনিয়োগ করেই পেনশন শুরু করতে পারেন। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বয়স্কদের কথা ভেবে এলআইসি নতুন জীবন শান্তি যোজনায় বেশ কিছু সুবিধা প্রদান করা হয়েছে। সেটি হল আপনি চাইলে ১ বছর পর থেকেই পেনশন নিতে পারবেন। তার অর্থ বিনিয়োগ করার এক বছর সময়সীমা পার হয়ে গেলেই পেনশন শুরু হয়ে যাবে। এটি বিলম্বিত বার্ষিক পরিকল্পনা।
শুধু তাই নয়, এলআইসির এই Pension Scheme-এ ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সী কোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। এক লপ্তে যে কোনও পরিমাণ অঙ্কের টাকা বিনিয়োগ করা যায়। এক বছর সময় থেকে ১২ বছর সময়সীমার পরে পেনশন শুরু হয়ে যায়। স্বামী-স্ত্রী দুজনেই এই পেনশন নির্দিষ্ট সময়ের পর থেকে পেতে পারেন।
ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন
এবার দেখা যাক, এলআইসি নতুন জীবন শান্তি যোজনায় কত টাকা বিনিয়োগ করলে এক বছর পর থেকেই খুব সহজে পেনশন চালু হবে?
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন ৫৫ বছর বয়সী ব্যক্তি এলআইসির এই পেনশন স্কিমে ১১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ বছর পরে তার যখন ৬০ বছর বয়স হবে, তখন তিনি প্রতিবছর ১ লক্ষ টাকার বেশি পেনশন পাবেন। এক্ষেত্রে ৬ মাস অন্তর পেতে চাইলে ৪৯ হাজার ৯১১ টাকা করে পেনশন পাবেন। তিন মাস অন্তর পেতে চাইলে অঙ্কটি দাঁড়াবে ২৪ হাজার ৭০১। প্রতি মাসে পেতে চাইলে ৮ হাজার ১৪৯ টাকা করে পাবেন। তবে এই প্রকল্পের সর্বনিম্ন বিনিয়োগের সীমা হবে দেড় লক্ষ টাকা। বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নির্ধারণ করা হয়নি। ইভিএম নিউজ