সংবাদসংস্থার খবর, পাকিস্তানঃ সোনার গয়না লুঠ, টাকাপয়সা লুঠ তো চলছিলই। এবার লুট হয়ে গেল আস্ত একটা মুরগির খামার। গল্প নয়। অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তানে ঘটল, এমনই আপাত অবিশ্বাস্য ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত। সাধারণ মানুষের জীবনের রোজকার প্রয়োজনীয় জিনিসের দাম কার্যত আকাশ ছুঁয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে, সেদেশে আটা-ময়দা কেনার জন্যও সাধারণ মানুষের মধ্যে রীতিমতো মারপিট চলছে।
এমনই একটা পরিস্থিতিতে, গত বৃহস্পতিবার রাতে দুটি মোটর বাইক আর তিনটি মিনি ট্রাকে ১২ জনের একটি দুষ্কৃতীদল রাওয়ালপিন্ডির একটি মুরগির খামারে হানা দেয়। অস্ত্র দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার মুরগি ডাকাতি করেছে বলে কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। পোল্ট্রির মালিক ওয়াকাস আহমেদ জানিয়েছেন, খামারে হামলা চালানোর সময় তিনজন কর্মীকে বাথরুমে আটকে রেখেছিল ওই দুষ্কৃতীরা। প্রত্যেকেই মুখে মাস্ক পড়ে থাকায় তাদের সনাক্ত করা যায়নি। সঙ্গে আনা ওই মিনি ট্রাকে করে ওয়াকাসের থেকে প্রায় ৫ হাজার মুরগি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে খামারের সেই তিন কর্মী সারারাত বাথরুমেই আটকে ছিলেন বলে খবর। খামারের মালিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে, রাওয়ালপিণ্ডির পুলিশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর